কষ্টের ছন্দ | (সেরা) Koster Chondo SMS ছেলেদের ও মেয়েদের

srstatus.com

কষ্টের ছন্দ

কষ্টের ছন্দ বিশ্বব্যাপী সবচেয়ে বিখ্যাত ছড়া। মানুষ ছন্দ জন্য কোন ভাষা কিভাবে  ব্যবহার করছে তা বিবেচ্য নয়, কিন্তু ভারতে বাংলা (bangla) ভাষা ছন্দ জন্য বিখ্যার। আমি আপনাকে Koster Chondo কষ্টের ছন্দ SMSবিশাল সংগ্রহ করতে সাহায্য করতে পারি, এবং আপনি আপনার পছন্দ  মত ভালোবাসার কষ্টের ছন্দ পছন্দ করে /বেছে নিন এবং আপনার প্রিয়জনের/ ছেলে মেয়েদের সাথে ভাগ করুন।

বর্তমান যুগে মানুষের মধ্যে ভালবাসায় বিচ্ছেদ এর পরিমাণ বেশি। তাই এই বিষয়বস্তু দিয়ে আমরা আপনাকে আপনার ভালবাসা প্রকাশে সাহায্য করব। আপনি যদি ইন্টারনেটে ছেলেদের কষ্টের ছন্দ/মেয়েদের কষ্টের ছন্দ খুঁজছেন, তাহলে আজ আমি আপনার সাথে Koster Chondo(SMS)/ বন্ধুত্বের কষ্টের SMSশেয়ার করতে যাচ্ছি। প্রেমিকরা তাদের অনুভূতি প্রকাশের জন্য খুব কষ্টের ছন্দ ব্যবহার করছেন।

 তাই বন্ধুরা এখানে পড়ুন কষ্টের ছন্দ যেমন কষ্টের ছন্দ পিকছার, ভালোবাসার কষ্টের মেসেজ ইমেজ সহ নতুন চাপা কষ্টের মেসেজ, আপনি এই  ছন্দ আপনার বন্ধুদের, গার্লফ্রিন্ড, জিএফ, বয়ফ্রেন্ড, বিএফকে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের সংগ্রহ পছন্দ করেন তবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে লাইক/শেয়ার করতে ভুলবেন না। 

কষ্টের ছন্দ

মন তুমি কাঁদছো কোনো প্রিয় জনের জন্য,
সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য,
কেঁদোনা আর মন তুমি চুপটি হয়ে যাও,
কষ্ট গুলো ভুলেগিয়ে বাড়ি ফিরে যাও।

Sad Status Bangla

জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল হতেই ভেঙে গেল
একটা আশার প্রদীপ ছিল জ্বলতে গিয়ে নিভাগেলো
আর একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগেই হারিয়ে গেল।

sad shayari in Bengali

বলবো না আর ফিরে আসো
বলবো না আর ভালোবাসো
কষ্ট হলেও সুখে আছি
এখন শুধু নিজে নিজেকেই ভালোবাসি।

কষ্টের ছন্দ

Also Read:- Bangla Sad Status

মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা.
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।

বুক ফাটানো কষ্টের স্ট্যাটাস

অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয়।

কষ্টের পিক ডাউনলোড

আমার চোখের জল আর তোমার ঠোঁটে হাসি,
তারপরেও আমি তোমায় ভালোবাসি।

কষ্টের ছন্দ

যদি পারিস ক্ষমা করিস ভুল বুঝিস না
দূর থেকে ভালোবাসবো কাছে যাবো না
এই জীবনে হয়তো তুই আমার হবি না
যতই দূরে থাকিস না কেন ভুলে যাবিনা।

 

   ভালোবাসার কষ্টের ছন্দ পিকচার

কষ্টের ছন্দ

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে ।
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।

Bengali sad shayari

সময়ের স্রোতে যদি কখনো ভেসে যাই দূরে
তুমি কখনো ভুলনা আমারে
বাস্তবতার কারণেই যদি কখনো হয়ে যাই পর
কখনো বন্দু ভেবোনা আমায় স্বার্থপর।

Bangla Sad Status for Facebook

সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।

কষ্টের স্ট্যাটাস

এছাড়াও পড়ুন:- কষ্টের কথা

Koster Chondo (SMS)

একা ছিলাম একাই আছি একাই আমি থাকবো
তোমার স্মৃতি সারা জীবন বুকে করে রাখবো।

Emotional Status Bangla

কষ্ট আমার বুকের পাঁজর, বুকে চেপে রাখি
অসহায় মেনে নিয়ে সবার মাঝে হাসি ।
সুখ আমার চোখের কাঁটা থাকে সে দূরে
তাইতো আমার চোখে অশু মেথ ঝরে ।

কষ্টের ছন্দ এসএমএস SMS

চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা। 

কষ্টের স্ট্যাটাস

লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে করবো দেখা
মনটা যখন খুব খারাপ, স্বপ্নে গিয়ে করব আলাপ.
কষ্ট যখন মন আকাশে তারা হয়ে জ্বলবো পাশে।

কষ্টের ছন্দ এসএমএস SMS

ভেবেছিলাম তুমি কতো আপন,
ভেবেছিলাম তুমি পাশে থাকবে সারাজীবন,
কেন তুমি ভাঙলে এ মন,
ভাবিনি কখনো করবে এমন
তারপরও তুমি আমার জীবন।

sad shayari in Bengali

আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে,
কালকে আমি মরে গেলে রাগ দেখাবে কাকে,
বিধির বিধান এইরকমই একদিনতো যাব মরে,
বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোরে।

sad shayari in Bengali

যদি প্রিয়জন ভাব, ভুল বুঝোনা আমায়,
 যদি আপনজন ভাব, দুঃখ দিও না আমায়,
যদি বন্ধু ভাব, ভুলে যেওনা আমায়।

 

ভালোবাসার কিছু কষ্টের ছন্দ

Emotional Status Bangla

Also Read:- Sad Poem In Bengali

মানুষ চিনতে ভুল করেছি এখন মনে হয়,
যাকে আমি আপন ভাবতাম সে তো আমার নয়।

কষ্টের ছন্দ এসএমএস SMS

 তুমি যদি ভালো থাকো
অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো
তোমার ভালো থাকায়।

কষ্টের স্ট্যাটাস

নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!

Sad Status Bangla

কষ্টের ছন্দ ছেলেদের

কোন রকমের চিন্তা আগে ছুঁতে পারেনি যাকে
নতুন এক দায়িত্ববোধ ঘুমকারে মাঝরাতে
অগোছালো ছিলেটাও পায় হারিয়ে ফেলার ভয়
বাসলে ভালো খরস্রোতা শান্ত নদী হয়।

কষ্টের ছন্দ ছেলেদের

ফোন করতে পারিনা নাম্বার নাই মনে
খবর নিতে পারিনা সময় নাই বলে
দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে
শুধু এসএমএস করি ভালোবাসি বলে।

কষ্টের ছন্দ ছেলেদের

কে রাখে কার খোঁজ..
নতুন পেলে সবাই নিখোঁজ।

Sad Status Bangla

যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।

কষ্টের ছন্দ ছেলেদের

ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি
রাগ আমারও ছিল তবে তা আমি দেখায়নি
ভুলে যেতে আমিও পারতাম চেষ্টা করিনি
কারণ ভুলে যাওয়ার জন্য আমি তোমায় ভালোবাসিনি।

কষ্টের ছন্দ ছেলেদের

সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।

Sad Love Status Bangla

মন দেখে ভালবাসো ধন দেখে নয়
গুন দেখে প্রেমকরো রুপ দেখেনয়
রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়
একজনকে ভালোবাসো দশজনকে নয়।

কষ্টের ছন্দ ছেলেদের

জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়
মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়।

Bengali sad shayari

তোমার মুখের হাসিটুকু লাগে আমার বেশ
তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার শেষ
রাজার জন্য রাজ্য আছে আমার জন্য তুমি
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি।

Emotional Status Bangla

কত সুন্দর ছিল সেই পুরনো দিনগুলো
স্মৃতির পাতায় রয়ে গেল হয়ে এলোমেলো
পুরনো সেই দিনগুলো আর কখনো ফিরে আসবেনা
এমন আর কখনো কাউকে ভালোবাসবোনা।

Bengali sad shayari

ভালোবাসার কষ্টের ছন্দ

 হাসিমুখে কথা বলি সবার সাথে মিশে চলি
দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখি
আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয়।

ভালোবাসার কষ্টের ছন্দ

নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।

হাসাতে না পারলে কাঁদাবে না
আনন্দ দিতে না পারলে কষ্ট দেবেনা
ভালোবাসতে না পারলে ঘৃন্না করবে না
আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না।

 

ছেলেদের কষ্টের মেসেজ

ভালোবাসার কষ্টের ছন্দ
কষ্টের পিক ডাউনলোড

দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।

বাংলা sad শায়েরি

বলার ছিল অনেক কথা বলা হল না
মনে ছিল অনেক ব্যথা কেউ বুঝলো না।

ভালোবাসার কষ্টের ছন্দ

কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়
সবথেকে আপন মানুষটি পর হয়ে যায়
তাই আজ স্বপ্ন দেখতে ভুলে গেছি
আজ আমি বেঁচে থেকেও মরে গেছি।

sad shayari in Bengali

মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টির তুমি একটিবার জানিয়ে দিও তাকে
বন্ধু তোমার পাশে আছি হাজার কাজের ফাঁকে।

ভালোবাসার কষ্টের ছন্দ

বন্দি খাঁচায় আটকে আছে আমার এ মন
খাঁচার ভিতর কুরে কুরে মরছে এ মন
পারবে না এর থাকতে এ মন খাঁচার ভেতরে
এবার মন বেরিয়ে আসছে খাঁচার বাহিরে।

বাংলা sad শায়েরি

একটা সময় আমি তোমার মনের মানুষ ছিলাম
এত কাছে থেকেও তবু আমি হারিয়ে গেলাম
কোথায় তুমি চলে গেলে দিলে না আর দেখা
তোমায় আজ হারিয়ে আমি হয়েছি বড় একা।

ভালোবাসার কষ্টের ছন্দ

আমি হলাম আকাশ কষ্ট আমার মেঘ
জোসনা আমার আবেগ বৃষ্টি আমার কান্না
রোদে আমার হাসি কি করলে বুঝবে বন্ধু
তোমায় আমি কত ভালবাসি।

Bengali sad shayari

কষ্টের ছন্দ মেয়েদের

একদিন কোথাও হারিয়ে যাব আমায় খুঁজে পাবে না
দেখে নিও আমায় ছাড়া তুমি খুশি হবে না।

কষ্টের ছন্দ মেয়েদের

সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা
কাছে এসে উঁকি দেয় ধরা দেয়না
সুখ নামের নদীতে পাইনি কোন কূল
আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকা জীবনের বড় ভুল।

Bengali sad shayari

কোথায় তুমি গেলে চলে
কোথায় পাবো তোমার দেখা
তুমি কি জানো না
এমন তোমাকে ছাড়া ভীষণ একা।

 

কষ্টের ছন্দ মেয়েদের

স্বপ্ন সব নিয়ে গেল জীবন এলো মেলো হলো
মিথ্যে স্বপ্ন দেখেছিলাম আজকে তা বুঝতে পারলাম। 

বাংলা sad শায়েরি

ফুল তো বাগানের তবে হাতে কেন
চাঁদ তো আকাশের তবে জলে কেন
জলতো সাগরে তবে চোখে কেন
মনতো আমার তবে বারবার তোমায় মনে করে কেন।

কষ্টের ছন্দ মেয়েদের

তুমি আমার কেমন বন্ধু নাও না কেন খোঁজ
তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয় রোজ
কথা বলার সুযোগ যদি নাই বা তুমি পাও
চ্যাট করে এই বন্ধুটি খোঁজ একটু নাও।

বাংলা sad শায়েরি

মনের কথা মনে রেখে গাথি দুঃখের মালা
দুঃখ দিয়ে জীবন লেখা দুঃখের সাথে খেলা
মুখোশধারী মানুষরা সব ঘুরছে পৃথিবীতে
দিবারাত্র খেলা চলছে কে হারে কে জেতে।

কষ্টের ছন্দ মেয়েদের

সত্যি কারের ভালোবাসা মন থেকে হয়
তবে আমার বেলায় কেন সবাই করে অভিনয়
আমিতো তোকে মন থেকে ভালোবেসে ছিলাম
মনের সব জায়গা জুড়ে তোকেই রেখেছিলাম।

কষ্টের পিক ডাউনলোড

স্বপ্ন তো সবাই দেখে সত্যি কটা হয়
ভালো তো সবাই বাসে ভালোবাসাপূর্ণ কটা হয়।

কষ্টের ছন্দ মেয়েদের

আমার এই মনটা শুধু তোমার কাছেই থাকে
যত্ন করে রেখে দিও ফেলে দিও না ফাঁকে।

বন্ধুত্বের কষ্টের ছন্দ SMS (এসএমএস )

আমার চোখের জল কেউ দেখতে পায়না
তাই হয়তো আমায় কেউ বুঝতে চায় না
এ যদি কেউ বুঝতে পারত তবে সত্যি আমায় ভালোবাসতো।

আমায় ছেড়ে চলে গেছে মন থেকে ভুলে গেছো
তাতেও কোন দোষ ছিলনা কিন্তু কেন করলে এত ছলনা।

চেয়েছিলাম একটু ভালোবাসতে .
চেয়েছিলাম একটু কাছে আসতে
ভাবিনি দূরে চলে যাবে
ভাবিনি এভাবে আমাকে কাঁদাবে।

আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ
আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।

কথা দিয়ে তুমি কথা রাখলে না
দিয়ে গেলে আমায় অশ্রু ভরা যন্ত্রণা।

 

 

কোন রকমের চিন্তা আগে ছুঁতে পারেনি যাকে
নতুন এক দায়িত্ববোধ ঘুমকারে মাঝরাতে
অগোছালো ছিলেটাও পায় হারিয়ে ফেলার ভয়
বাসলে ভালো খরস্রোতা শান্ত নদী হয়।

আমরা সবাই লিখছি জীবনের গল্প
কারণ পৃথিবীর সময় বড়ই অল্প
মায়ের কোল জুড়ে এসেছিলাম সেদিন ভোরে
হয়তো হঠাৎ করেই চলে যাবো সকলের অগোচরে।

বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কে বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।

শৈশব থেকে কৈশোর যৌবন থেকে বৃদ্ধ
পুরো জীবনটাই একটি মায়ায় আবদ্ধ
তবুও সবাই লিখতে চায় জীবনের গল্প
কারণ পৃথিবীর সময় সত্যিই খুব অল্প।

বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কি বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।

আমাকে ভালোবাসার নামে দিয়েছো যা কষ্ট
আমার মতো অন্য কারোর জীবনটা করোনা নষ্ট।

হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল
তাইতো এখন দিচ্ছিস সেই ভুলের মাশুল।

Koster Chondo পিকচার

হেসেই না হয় মুক্তির দিলাম,কেঁদে আর পেলাম কই
যতই বলি তুমি আমার,আমি তো আর তোমার নই।

আমার শহরের প্রতিটি কণা তোমার স্পর্শ গড়া
আর তোমার শহরে আজ আমি ভিনদেশী এক তারা।

 বিশ্বাস একটি ইরেজারের মতো,
এটি প্রতিটি ভুলের পরে ছোট এবং ছোট হয়ে যায়।

দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।

চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো ভালোবেসেছিলে ছিলে কেন?

ভালবাসা এবং বিশ্বাস হারান না,
কারণ ভালোবাসা সবার কাছ থেকে আসে না,
এবং বিশ্বাস সবার উপরে থাকে না।

কষ্টে ভরা জীবন আমার,
দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন।
তারার সাথে থাকি আমি,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।

বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও,
সুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও।

.স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফোরালে।

তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।

বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কে বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।

অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *