জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু | বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা | Jonmodiner Shuveccha

srstatus.com

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
আপনি যদি একজন ভাল বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু পাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান হন, তাহলে আপনার এমন কিছু আছে যা অনেক লোকের নেই: অন্য ব্যক্তির সাথে একটি বন্ধন যা সত্যিই অনন্য এবং বিশেষ। এবং যদি এটি আপনার বন্ধুর জন্মদিন হয়, তাহলে আপনি শুভ জন্মদিন বন্ধু বলার সঠিক উপায় খুঁজে পেতে চাইবেন। আমাদের জীবনে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন ব্যক্তির জন্য নিখুঁত শব্দগুলি খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু কখনও ভয় পাবেন না, বন্ধুর জন্মদিনের শুভেচ্ছার এই সংগ্রহ এবং সেরা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু আপনাকে এটি করতে সাহায্য করবে। আমরা আশা করি আপনি এবং আপনার বন্ধুর একসাথে সেরা জন্মদিন উদযাপন, এবং আরো অনেক কিছু!

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধুর

চাইনা টাকা, চাইনা পয়সা, চাইনা রাজার ধন
আমিতো শুধু চাই তোমার ওই সুন্দর মন
দিনের বেলা রোদ উঠেছে সূর্য দিচ্ছে আলো,
আমি শুধু চাই আজকের দিনটা তোমার কাটুক ভালো
শুভ জন্মদিন

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

বছর বছর আসে ফিরে
শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফট এর দিন।
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,
শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,
শুভ হোক প্রতিদিন
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

আজ তোমার জন্মদিন
জীবন হোক তোমার রঙিন
সুখ যেন না হয় বিলীন
দুঃখ যেন না আসে কোন দিন
তোমাকে জানাই,
“শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনা করি বার বার।
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

এছাড়াও পড়ুন:- Birthday Wishes In Bengali 

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

আজকের এই দিনে সব কিছু হোক নতুন করে,
সুখের স্মৃতি গুলো থাকে কাছে, দুঃখগুলো যাক দূরে।
শুভ জন্মদিন বন্ধু

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

সুন্দর এই ভুবনে সুন্দর জীবন হোক
তোমার পূরণ হোক প্রতিটা স্বপ্ন প্রতিটা আশা বেচে থাক হাজার বছর
শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা SMS

মুখের ও অনেক ভাষা রয়েছে, রয়েছে অনেক আশা
সবার আগে জানাই তোমায় আমার ভালবাসা
কিছু কথা বাকি আছে বাকি আছে অনেক ইচ্ছা
তারপরও জানাই তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা
“শুভ জন্মদিন

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
“শুভ জন্মদিন”

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

রাত যায় দিন আসে মাস যায় বছর আসে
সবাই থাকে সুদিনের আশায় আছি তোমার জন্মদিনের আশায়
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

কত বছর পেরিয়ে গেল আজ সুখের দিন চলে এলো
আজকের দিনে থাকবে না কোনো ঋণ তোমায় আমি জানাই
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

শুভ হোক তোমার দিন আজ তোমার জন্মদিন
মুখের তোমার মুচকি হাসি ফুল ফুটুক রাশি রাশি
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

রাত্রি শেষে সূর্য হাঁসে,
আলোয় ভরা দিন।
বারে বারে ফিরে আসুক
তোমার শুভ জন্মদিন।
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

অনেক স্বপ্ন আছে আমার সবি তোমাকে ঘিরে
তোমার জীবনের এই দিনটি আসুক ফিরে ফিরে
সারা জীবন এভাবেই হাসি খুশি থাকো
ভুলে যেওনা কখনো আমায় মনে রেখো
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

নতুন সকাল, নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস!
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

আজ তোমার জীবনের পুরনো বছর শেষ
আগামী দিনগুলো কার্টুন অনেক বেশ
নতুনবছরে থাকবে নতুন নতুন আশা
তার সাথে থাকবে আমার ভালোবাসা
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

আনন্দ উল্লাসে কাটে যেন তোমার প্রতিটি দিন
শুভেচ্ছা জানাই আজ তোমার
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

কথা দিলাম সারা জীবন তোমার পাশে থাকবো
কথা দিলাম সারা জীবন তোমায় মনে রাখবো
কথা দাও সারা জীবন তুমি আমার পাশে থাকবে
সারা জীবন তুমি আমার মনে রাখবে
“শুভ জন্মদিন”

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

এছাড়াও পড়ুন:- Birthday Shayari in English

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছার কবিতা

কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday,
আমার প্রিয়দিন তোমার Birthday
“শুভ জন্মদিন”

মিষ্টি-মধুর ফুল ফুটেছে সবুজ ঘাসে ঘাসে
দূর থেকে মনে হয় আছো তুমি আশেপাশে
দূর থেকে আমি তোমায় অনেক মিস করি
ভালোবাসা থেকে তোমার জন্মদিন উইশ করি
“শুভ জন্মদিন”

আর একটা বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি
তোমার জন্মদিনের সাথী ।
“শুভ জন্মদিন”

জন্মদিনে জানাই অনেক অনেক ভালোবাসা
জীবনে অনেক সাফল্য পাবে এই আমার আশা
হয়ে যাক তোমার জীবন অনেক রঙিন
ভালোবাসার সাথে জানাই
“শুভ জন্মদিন”

এছাড়াও পড়ুন:- জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
“শুভ জন্মদিন”

পূরণ হোক তোমার সব আশা
তোমার জন্য রয়েছে আমার অনেক ভালোবাসা
শুভ হোক তোমার সব দিন বন্ধু তোমায় জানাই
“শুভ জন্মদিন”

তোর জন্য ভালোবাসা লক্ষ গোলাপ জুঁই
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই ।
“শুভ জন্মদিন”

সারাবছর এভাবেই থেকো ভালো
তোমার জীবনের ভরে উঠুক নতুন নতুন আলো
এই কামনায় সবসময় করি আমি সারাদিন তার সাথে জানাই তোমায় তোমার
“শুভ জন্মদিন”

আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি।
তোমার জন্মদিনের সাথী।
“শুভ জন্মদিন”

সূর্যের মতো উজ্জ্বল হও
সাগরের মতো হও চঞ্চল
আকাশের মত উদার হও
আর ঢেউ এর মত উত্তাল
শুভ জন্মদিন তোমাকে
“শুভ জন্মদিন”

Bondhur Jonmodiner Shuveccha

তোমার কথা বন্ধু আমি ভাবি সারাদিন
দিনের শেষে জানাই তোমায়
“শুভ জন্মদিন”

আজ তোমার জন্মদিন ,কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত কিছু নেই তো আমার ,
আজ জন্মদিনে তোমার, এই গান দিলাম উপহার ।
“শুভ জন্মদিন”

আরেকটি বছর কাটিয়ে তুমি হয়ে ওঠো আরো নবীন
এই বিশেষ দিনে জানাই তোমায়
“শুভ জন্মদিন”

তোমার আমার বন্ধুত্ব হবে না কখনো শেষ বন্ধু
তোমায় পাঠালাম জন্মদিনের এসএমএস
তুমি আমার বন্ধু সারা জীবন থাকবে তোমার মত বন্ধু সতজন্মের লাগবে
“শুভ জন্মদিন”

মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ গাছে গাছে,
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে,
পাখির গান পরিবেশের মায়াবী এক দয়া,
পেয়েছে ওরা তোমার সবুজ জন্মদিনের ছোয়া।
“শুভ জন্মদিন”

হৃদয় দিয়ে ভেবো শুধু হৃদয় এর কথা,
আজ থেকে তুমি হবে, প্রজাপতি র পাখা,
ভেবোনা কখনো আছো একা, হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা।
শুভ জন্মদিন”

কেটে গেল চেকটি রাত হয়ে গেল সুপ্রভাত
তোমার জীবনের নতুন দিন হয়ে ওঠো আরো রঙিন
“শুভ জন্মদিন”

নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু যা হয় না যেন শেষ
জন্মদিনের শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই sms
“শুভ জন্মদিন”

দেওয়ার মতো তোমায় কোন নেই উপহার
কামনা করি তোমার জীবন আসুন নতুন আলোর বাহার
এভাবে সারা জীবন হাসি খুশি থেকো
জীবন চলার পথে আমায় পাশে রেখো
“শুভ জন্মদিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *