120+ {সেরা} ভালোবাসার ছন্দ | রোমান্টিক ভালোবাসার ছন্দ / কবিতা

srstatus.com

রোমান্টিক ভালোবাসার ছন্দ
ভালোবাসা একটি পবিত্র অনুভূতি যার সবাই সবার কাছ থেকে পায় না সবাই সবাইকে দিতে পারেনা এবং কেউ যদি ভালোবাসার কথা নিজের প্রিয়জনের কাছে বলতেও পারেনা এজন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি- ভালোবাসার ছন্দ, রোমান্টিক ভালোবাসার ছন্দ, রোমান্টিক প্রেমের ছন্দ, ভালোবাসার ছন্দ কবিতা, সুন্দর সুন্দর ভালোবাসার ছন্দ, ভালোবাসার ছন্দ sms, ভালোবাসার কবিতা ছন্দ, ভালোবাসার ছন্দ এস এম এস, ভালোবাসার রোমান্টিক ছন্দ, যা আপনাদের মনের কথা আপনাদের প্রিয় মানুষের কাছে বলতে সাহায্য করবে এবং ভাল লাগলে আপনাদের বন্ধুবান্ধব ইনভার এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ এ শেয়ার করতে পারেন।

ভালোবাসার ছন্দ

কথা দিলাম তোমায় আমি যাব না আর দূরে
তুমি আমার প্রাণের প্রিয়া থাকো আমার সুরে।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিয়েছিল মন
সেই মনেতে তুমি এখন থাকো সারাক্ষণ।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

যতই দূরে যাও না কেন, আছি তোমার পাশে
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে ।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

দিনের বেলা সূর্য যেমন দেয় আমাদের আলো
প্রথম দেখায় তোমাকে আমার লেগেছিল ভালো।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

জীবন আমার ধন্য আজ তোমায় প্রিয়া পেয়ে
তোমায় ছাড়া এই জীবনে করব না কাউকে বিয়ে।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

এছাড়াও পড়ুন:- Love Quotes In Bengali

তোমাকে চিনতে আমি একটুও করিনি ভুল
তাইতো তুমি এই জীবনের ভালবাসার প্রথম ফুল।

ভালোবাসার ছন্দ

তুমি আমার আঁধার ঘরের প্রদীপ শিখার আলো
তুমি ছাড়া আমি একা থাকতে পারি না ভালো।

ভালোবাসার ছন্দ

মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো
মিটি মিটি তারার মেলা দেখবো তোমায় সারা বেলা
নিশি রাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন ।

ভালোবাসার ছন্দ

ফুল ছাড়ায় সুবাস, চাঁদ দেয় আলো
তোমাকেই জীবনে লেগেছে অনেক ভালো।

ভালোবাসার ছন্দ

চাঁদ হাসে সূর্য হাসে হাসে রাতের তারা
একা ঘরে লাগেনা ভালো প্রিয়া তোমায় ছাড়া।

ভালোবাসার ছন্দ

ভালোবাসার দিলাম চিঠি যতন করে রেখো
আমার কথা মনে পড়লে চিঠি খুলে দেখো।

ভালোবাসার ছন্দ

এছাড়াও পড়ুন:- ভালোবাসার গল্প

রোমান্টিক ভালোবাসার ছন্দ

ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷।

ভালোবাসার ছন্দ

 তোমার সঙ্গে দেখা হবে
আজ না হয় কাল,
তুমি আমার সঙ্গী হবে
থাকবে চিরকাল।

ভালোবাসার ছন্দ

আকাশেতে অনেক তারা চাঁদ যেমন একটাই
এই জীবনে তুমি ছাড়া কেউ আর আমার নাই।

ভালোবাসার ছন্দ

ফুলদানিতে ফুল যেমন রাখে সবাই যত্নে
ভালোবেসে তোমায় আমি দেখেছি এই প্রানে।

ভালোবাসার ছন্দ

আকাশের বুকে মেঘ জমেছে দেখতে অনেক কালো
আমার মতো কে তোমাকে বাসবে এতো ভালো।

ভালোবাসার ছন্দ

তোমাকে নিয়ে আমার বুকে বেঁধেছি অনেক আশা
তুমি আমার জীবন মরণ প্রথম ভালোবাসি।

ভালোবাসার ছন্দ

এছাড়াও পড়ুন:- Bengali Love Poem

এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে ।
কখনো ভেবনা আমি তোমার থেকে অনেক দূরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।

ভালোবাসার ছন্দ

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা ,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা ।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

তুমি আমার সকাল দুপুর তুমি সারাবেলা
কেন তুমি আমাকে করো অবহেলা।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

দূর আকাশের তারা তুমি তুমি প্রানের পাখি
কি করে বলো আমি তোমায় ছাড়া থাকি।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

যেদিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝবে
ভালোবেসে সেই আমাকে একদিন তুমি খুজবে।

ভালোবাসার ছন্দ কষ্টের

হৃদয় দিয়ে ভেবো শুধু হৃদয় এর কথা,
আজ থেকে তুমি হবে, প্রজাপতি র পাখা,
ভেবোনা কখনো আছো একা, হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা।

আমি বৃষ্টি হবো যদি তুমি ভেজো
আমি হারিয়ে যাবো যদি তুমি খোঁজো
আমি ভালোবাসার মতো ভালোবাসবো
যদি তুমি ভালোবাসো।

আমার ভালোবাসা চাঁদ নয় যে ডুবে যাবে,
আমার ভালোবাসা সূর্য নয় যে অস্ত যাবে,
আমার ভালোবাসা অক্সিজেনের মত সারা জীবন
তোমার মাঝে বেঁছে থাকবে ।

সকাল-দুপুর সারাবেলা তোমার ছবি আঁকি
তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি।

অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।

পতমাকে নিয়ে এই জীবনে লিখেছি গল্প কবিতা
যত ভালোলাগা এই জীবনের তুমি আমার সবিতা।

অনুভবে তুমিই থেকো,
হোক গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো
তোমার কষ্টের অতীত।

আকাশ পানে চেয়ে দেখো জ্বলছে কত তারা
তুমি ছাড়া এই জীবনে আমি দিশাহারা।

বাগানে ফোটে ফুল দেখতে অনেক লাল
তোমার আমার ভালবাসা থাকবে চিরকাল।

ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষন
আছিস তুই মনের মাঝে পাশে থাকিস সকাল সাঁঝে
কি করে তোকে ভুলবে এই মন তুই যে আমার জীবন ।

মনটা দিলাম তোমার হাতে যতনকরে রেখো,,
হৃদয় মাঝে ছোট্ট করে আমারছবি এঁকো..
স্বপ্ন গুলো দিলাম তাতে আরওদিলাম আশা,,
মনের মতো সাজিয়ে নিও আমারভালবাসা।

এছাড়াও পড়ুন:- ভালোবাসার উক্তি

যতই দূরে যাইনা কেন তুমি থাকবে কাছে
তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে।

 স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার নেম।
সাত বছরের প্রেমের পর করবো যখন বিয়ে
 আমায় ছেড়ে বাঁধলে ঘর অন্য মানুষ নিয়ে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নরে
সারাদিন তোমার কথা শুধু মনে পরে।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা ।

দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে ভালবাসার টান।

আকাশ দিয়ে পাখি উড়ে নিচে পড়ে ছায়া
তোমার জন্য সারাদিন আমার লাগে মায়া।

প্রেমের ছন্দ

আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।

আমি তোমাকে খুব ভালোবাসি
এখনো শুধু তোমারই আছি
সারাজীবন তোমারই থাকবো
এভাবেই তোমাকে ভালোবাসবো।

তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা
জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা।

তুমি আমার রঙিন শপ্ন শিল্পীর রং এর ছবি
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।

হাজার তারা চাইনা আমি একটা চাঁদ চাই
হাজার ফুল চাইনা আমি একটি গোলাপ চাই
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।

এছাড়াও পড়ুন:- রোমান্টিক পিক

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো।

ফুলের প্রয়োজন সূর্যের আলো ভোরের প্রযোজন শিশির
আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি।

ভুল করলে ক্ষমা করো ক্ষমাই প্রেমের ধর্ম
প্রেমিক ছাড়া কেউ জানে না প্রেমের আসল মর্ম
প্রেমিক বলো বন্ধু বলো তুমি আমার সব
তোমার জন্য আমার বুকে প্রেমের কলরব।

যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার
আমি বলব চোখের পাতা নড়ে যতবার
যদি বলো তোমায় ভালবাসি কত আমি
বলব আকাশের তারা আছে যত।

আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি.।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।

প্রথম দেখায় মন দিয়েছি ফেরত চাইনি আর
তুমি আমার মনের মানুষ আমার কন্ঠ হার
সকালে তুমি বিকালে তুমি তুমি সারা বেলা
আমার মনের গোপন ঘরে করো শুধু খেলা।

তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *