200+ {New} Bengali Love Poem | Bengali Poem For Love | Bengali Kobita

srstatus.com

Bengali Love Poem

আপানি কি আপনার প্রিয় মানুষকে আপনার মনের কথা বলতে পারছেন না, তাহলে একদম ঠিক জায়গাতে আপনারা আসছেন, srstatus আজ আপনাদের জন্য নিয়ে আসছে-bengali love poem, love poem in bengali, bangla kobita, bengali love poem for love

 

যা আপনাদের মনের কথা আপনার প্রিয় মানুষের কাছে বলতে সাহায্য করবে ও এই সব স্ট্যাটাসগুলো সাহায্যে তাকে ইম্প্রেশন ও করতে পারবেন,  এই সন্ত্রস্ত বাংলা রোমান্টিক কবিতা গুলি পড়ে তার হৃদয়ে আপনার প্রতি প্রেমের মিষ্টি অনুভূতি জেগে উঠবে। যদিও এসব করে মঙ্গলই ভালো লাগে তাহলে আপনি আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ও ফেসবুক হোয়াটস্যাপ ইমস্ট্রগ্রামে শেয়ার করতে পারেন।

Bengali Love Poem

রাত নয় চাঁদ আমি,সেই চাঁদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি,সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি,সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবেই মিশে থাকব,তুমি আর আমি।

Bengali Poem For Love

প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিমান।
দুটি মনের একটি আশা,
তারই নাম ভালোবাসা।

Bengali Poem For Love

যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।

Bengali Poem For Love

তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়
তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি মনে আকি
তুমি আমার মনের মাঝের মিষ্টি কোকিল পাখি।

Bengali Poem For Love

প্রতিক্ষণে পড়ে মনে
শুধু তোমার কথা,
তোমার জন্য আমার
মনে এতো ব্যাকুলতা।

Bengali Poem For Love

দূর আকাশের তারা তুমি তুমি প্রানের পাখি
কি করে বলো আমি তোমায় ছাড়া থাকি।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে,
তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।

Bengali Poem For Love

চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে
আমি তোমায় ভালোবাসি।

Bengali Poem For Love

আকাশের নীল পরি মেলেছে দুটি ডানা
মনের মাঝে বাসা বাঁধতে নেইকো কোনো মানা
অচিন দেশে নিয়ে যাবো, বাঁধবো সুখের ঘর
মনের মাঝে থাকবে চিরকাল, হবেনা কখনো পর।

Bengali Poem For Love

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা ,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা ।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

Bengali Poem For Love

তােমার জন্য রইলাে আমার স্বপ্নে ভেজা ঘুম ,
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম,
তােমার জন্য রইলাে আমার দুষ্ট চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা
অনেক ভালোবাসা।

Bengali Poem For Love

হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম
যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ
হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না
আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না।

Bengali Love Poem

এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে ।
কখনো ভেবনা আমি তোমার থেকে অনেক দূরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।

ভালোবাসার ছন্দ

হৃদয় দিয়ে ভেবাে শুধু হৃদয়ের কথা,
আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা,
ভেবােনা কখনাে আছাে একা,
হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা।

Bengali Love Poem

কিছু কথা মুখে বলা যায় না বুঝে নিতে হয়
সব ভালোবাসা মিথ্যে নয় কিছু ভালোবাসা সত্যি হয়
সবাই এক হয় না কেউ আবার আলাদা হয়
সত্যি ভালোবাসা মরে না চিরকাল অমর হয়ে রয়।

Bengali Love Poem

আম মিষ্টি, জাম মিষ্টি,
তেঁতুল বড় টক।
তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।

Bengali Love Poem

মিষ্টি হেসে কথা বলে,পাগল করে দিলে।
তােমায় নিয়ে হারিয়ে যাবাে,আকাশের নীলে।
তােমার জন্য মনে আমার,অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই,
তােমার ভালােবাসা।

Bengali Love Poem

জীবন আমার ধন্য আজ তোমায় প্রিয়া পেয়ে
তোমায় ছাড়া এই জীবনে করব না কাউকে বিয়ে।

রোমান্টিক ভালোবাসার ছন্দ

মুখের কথা বলার আগে বুঝবে মনের কথা
চুপ করে থাকলে আমি বুঝবে নীরবতা
চোখের দিকে চোখ মেলে বুঝবে চোখের ভাষা ।

Bengali Love Poem

Bengali Love Poem For Girlfriend

শুভ ক্ষন শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
আমায় তুমি কাছে পেয়ে বুঝবে ভালোবাসা।

Bengali Love Poem

পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।

Bengali Love Poem

জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,
জানিনা কতটা আপনভাবো তুমি আমায়।
শুধু জানি এই মন
ভালোবাসে তোমায়।

Bengali Love Poem

বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।

Bengali Love Poem

ভালোবাসায় যে ঠকায় সেও হারায়,
আর যে ঠকে সেও হারায়।
পার্থ্যকটা শুধু,যে ঠকায় সে হারায় এক বিশ্বস্ত ভালোবাসার মানুষকে,
আর যে ঠকে সে হারায় ভালোবাসার উপর থেকে বিশ্বাস।

Bengali Poem For Love

আকাশের বুকে মেঘ জমেছে দেখতে অনেক কালো
আমার মতো কে তোমাকে বাসবে এতো ভালো।

ভালোবাসার ছন্দ

একটি বাগান, একটি ফুল
একটি ফুলের তােড়া ,
তাহার মাঝে থাকবে তুমি..
পাপড়ি দিয়ে মােড়া ।
কোনদিনও পাপড়ি ছিড়ে..
করবাে না যে ভুল।
কারণ তুমি আমার কাছে..
লাল গােলাপ ফুল ।

Bengali Poem For Love

ভালোবেসে করিনি কোনো ভুল
তোমায় দিবো আজকে গোলাপ ফুল
ফুলের মতো সুন্দর তোমার ওই মন
আগলে রাখবো আমি সারাক্ষন।

Bengali Poem For Love

মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো
মিটি মিটি তারার মেলা দেখবো তোমায় সারা বেলা
নিশি রাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন ।

ভালোবাসার ছন্দ

গম্ভীর স্বভাব চাইনা আমি,
হয়ো তুমি শিশুর মতোই অবাধ্য
সবটুকু দিয়েই মানিয়ে নেবো,
আছে আমার যতটুকু সাধ্য।

Love Poem In Bengali For Boyfriend

ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷।

ভালোবাসার ছন্দ

 একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর
নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য
আর আমি শুধু তোমার জন্য ।

 তোমার সঙ্গে দেখা হবে
আজ না হয় কাল,
তুমি আমার সঙ্গী হবে
থাকবে চিরকাল।

তুমি ছাড়া এই দুনিয়ায়
কেউ নয় আপন
আমার দুচোখে এঁকে যাবো
তোমারই স্বপন।

মনটা শুধু তােমায় দিলাম,তােমায় পাবো বলে।
হৃদয় দরজা খুলে রেখেছি,তুমি আসবে বলে।
আসবে তুমি বসবে পাসে,গাইবে তুমি গান।
মন পাজরে তুমি আছো,তুমি আমার জান।

আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে
আজ মন চাইছে তোমাকে কাছে পেতে
জানিনা আবার কবে দেখা হবে
দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে।

তুমি আমার সকল পাওয়া
সকল চাওয়ার শেষ,
ভালোবেসে গড়বো মোড়া
স্বর্গ সুখের দেশ।

 মন চায় আজ কতো গান করতে
মন চায় আজ তোমার হাত টা ধরতে
মন চায় আজ সারাদিন হাসতে
মন চায় আজ তোমাকে ভালোবাসতে।

আদর দেবো, সোহাগ দেবো,
দেবো ভালোবাসা,
হাজার কষ্টেও পূরণ করব,
মনের সকল আশা।

বসে আছি একলা আমি,নিঝুম নিরালায়ে।
পরছে মনে তোমার কথা,ভাবছি আমি তাই।
তুমি ছারা আমার,এ মন একলা রয়ে যায়।
বন্ধু তুমি কেমন আছো
মনটা জানতে চায়।

মেঘলা আকাশ একলা আমি,
একলা আমার মন
ভাবছি কবে তুমি হবে
আমার আপন জন।

ফুল দিয়ে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি এলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
বন্ধু তুমি এলে দেবো আমার সব ভালোবাসা।

এসে ছিলাম অনেক আশা নিয়ে
ফিরবো অনেক ভালোবাসা নিয়ে
আবার ফিরে আসবো তোমার কাছে
থাকবো সারাজীবন তোমার পাশে পাশে।

ভালবাসলে বিয়ে করবাে।
রাগ করলে কিস করবাে।
কাছে থাকলে আদর করবাে।
দূরে থাকলে মিস করবাে।

Bangla Kobita For Love

তোমার সঙ্গে দেখা হবে
আজ না হয় কাল,
তুমি আমার সঙ্গী হবে
থাকবে চিরকাল।

তুমি আমার ভালবাসা,আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।

নদীর বুকের ঢেউ যে তুমি
নৌকা হব আমি।
তোমার আমার ভালোবাসা
হীরের চেয়েও দামী।

 আমার এই মনে তোমার ছবি আঁকবো
সারা জীবন এক সাথে পাশে পাশে থাকবো
দূরে কোথাও চলে গেলে বুকে টেনে রাখবো।

ভালোবাসা এমন একটা জিনিস
যা ভাবলে শেষ হয়না,
আর না ভাবলে ঘুম হয়না।
প্রিয়জন কাছে থাকলে বুঝা যায়না,
আর দূরে গেলে মন মানে না।

আমার চোখে জল,
আর তোমার ঠোটে হাসি।
তারপরেও আমি
তোমাকেই ভালবাসি।

বন্ধু আমি চাইনা, তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখ, দিও আমার ডাক,
তোমার মুখে কান্না নয়, দেখতে চাই হাঁসি?
মনে রেখো বন্ধু তোমায়, অনেক ভালোবাসি!

তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে।

রাতের ওই অন্ধকার দিনের ওই আলো
কেনো আমায় লাগে তোমাকে এতো ভালো।

হাজার তারা চাইনা আমি একটা চাঁদ চাই
হাজার ফুল চাইনা আমি একটি গোলাপ চাই
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।

আদর দেবো, সোহাগ দেবো,
দেবো ভালোবাসা,
হাজার কষ্টেও পূরণ করব,
মনের সকল আশা।

সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর।

ভালোবাসা কি জানিনা,
তাই কাউকে ভালবাসি না।
প্রপোজ করতে পারিনা,
তাই কাউকে করিনা।
শুধু একটি অপেক্ষায় আছি,
কখন কেউ বলবে এসে,
আমি তোমায় ভালবাসি।

ফুলের মতাে দেখতে তুমি,
চাঁদের মতো হাঁসি।
সত্যি করে বলছি আমি,
তােমায় ভালােবাসি।

খুজে দেখো মনের মাঝে, আছি
আমি স্বপ্নের সাঁজে তোমার ওই চোখের
তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *