আপানি কি আপনার প্রিয় মানুষকে আপনার মনের কথা বলতে পারছেন না, তাহলে একদম ঠিক জায়গাতে আপনারা আসছেন, srstatus আজ আপনাদের জন্য নিয়ে আসছে-bengali love poem, love poem in bengali, bangla kobita, bengali love poem for love
যা আপনাদের মনের কথা আপনার প্রিয় মানুষের কাছে বলতে সাহায্য করবে ও এই সব স্ট্যাটাসগুলো সাহায্যে তাকে ইম্প্রেশন ও করতে পারবেন, এই সন্ত্রস্ত বাংলা রোমান্টিক কবিতা গুলি পড়ে তার হৃদয়ে আপনার প্রতি প্রেমের মিষ্টি অনুভূতি জেগে উঠবে। যদিও এসব করে মঙ্গলই ভালো লাগে তাহলে আপনি আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ও ফেসবুক হোয়াটস্যাপ ইমস্ট্রগ্রামে শেয়ার করতে পারেন।
চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না। এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা। কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি। যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি।
আকাশের নীল পরি মেলেছে দুটি ডানা মনের মাঝে বাসা বাঁধতে নেইকো কোনো মানা অচিন দেশে নিয়ে যাবো, বাঁধবো সুখের ঘর মনের মাঝে থাকবে চিরকাল, হবেনা কখনো পর।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা , তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা ।
Bengali Poem For Love
তােমার জন্য রইলাে আমার স্বপ্নে ভেজা ঘুম , একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম, তােমার জন্য রইলাে আমার দুষ্ট চোখের ভাষা, মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা।
হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না।
এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে । কখনো ভেবনা আমি তোমার থেকে অনেক দূরে, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।
হৃদয় দিয়ে ভেবাে শুধু হৃদয়ের কথা, আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা, ভেবােনা কখনাে আছাে একা, হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা।
কিছু কথা মুখে বলা যায় না বুঝে নিতে হয় সব ভালোবাসা মিথ্যে নয় কিছু ভালোবাসা সত্যি হয় সবাই এক হয় না কেউ আবার আলাদা হয় সত্যি ভালোবাসা মরে না চিরকাল অমর হয়ে রয়।
আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
মিষ্টি হেসে কথা বলে,পাগল করে দিলে। তােমায় নিয়ে হারিয়ে যাবাে,আকাশের নীলে। তােমার জন্য মনে আমার,অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই, তােমার ভালােবাসা।
জীবন আমার ধন্য আজ তোমায় প্রিয়া পেয়ে তোমায় ছাড়া এই জীবনে করব না কাউকে বিয়ে।
মুখের কথা বলার আগে বুঝবে মনের কথা চুপ করে থাকলে আমি বুঝবে নীরবতা চোখের দিকে চোখ মেলে বুঝবে চোখের ভাষা ।
Bengali Love Poem For Girlfriend
শুভ ক্ষন শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ। আমায় তুমি কাছে পেয়ে বুঝবে ভালোবাসা।
পাখি নয় যে উড়ে যাবো সূর্য নয় যে ডুবে যাবো প্রদীপ নয় যে নিভে যাবো আমি তোমার বন্ধু তাই চিরদিন পাশে রব।
জানিনা কিভাবে তোমার দেখা পাবো, জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপনভাবো তুমি আমায়। শুধু জানি এই মন ভালোবাসে তোমায়।
ভালোবাসায় যে ঠকায় সেও হারায়, আর যে ঠকে সেও হারায়। পার্থ্যকটা শুধু,যে ঠকায় সে হারায় এক বিশ্বস্ত ভালোবাসার মানুষকে, আর যে ঠকে সে হারায় ভালোবাসার উপর থেকে বিশ্বাস।
আকাশের বুকে মেঘ জমেছে দেখতে অনেক কালো আমার মতো কে তোমাকে বাসবে এতো ভালো।
একটি বাগান, একটি ফুল একটি ফুলের তােড়া , তাহার মাঝে থাকবে তুমি.. পাপড়ি দিয়ে মােড়া । কোনদিনও পাপড়ি ছিড়ে.. করবাে না যে ভুল। কারণ তুমি আমার কাছে.. লাল গােলাপ ফুল ।
ভালোবেসে করিনি কোনো ভুল তোমায় দিবো আজকে গোলাপ ফুল ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি সারাক্ষন।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো মিটি মিটি তারার মেলা দেখবো তোমায় সারা বেলা নিশি রাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন ।
গম্ভীর স্বভাব চাইনা আমি, হয়ো তুমি শিশুর মতোই অবাধ্য সবটুকু দিয়েই মানিয়ে নেবো, আছে আমার যতটুকু সাধ্য।
Love Poem In Bengali For Boyfriend
ভালােবাসি ভালােবাসি, সবাই বলতে পারে। সত্যি কারের ভালােবাসা, কজন দিতে পারে৷।
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য আর আমি শুধু তোমার জন্য ।
তোমার সঙ্গে দেখা হবে আজ না হয় কাল, তুমি আমার সঙ্গী হবে থাকবে চিরকাল।
তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নয় আপন আমার দুচোখে এঁকে যাবো তোমারই স্বপন।
মনটা শুধু তােমায় দিলাম,তােমায় পাবো বলে। হৃদয় দরজা খুলে রেখেছি,তুমি আসবে বলে। আসবে তুমি বসবে পাসে,গাইবে তুমি গান। মন পাজরে তুমি আছো,তুমি আমার জান।
আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে আজ মন চাইছে তোমাকে কাছে পেতে জানিনা আবার কবে দেখা হবে দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে।
তুমি আমার সকল পাওয়া সকল চাওয়ার শেষ, ভালোবেসে গড়বো মোড়া স্বর্গ সুখের দেশ।
মেঘলা আকাশ একলা আমি, একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপন জন।
ফুল দিয়ে সাজিয়ে রেখেছি এই মন, তুমি এলে দুজনে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, বন্ধু তুমি এলে দেবো আমার সব ভালোবাসা।
এসে ছিলাম অনেক আশা নিয়ে ফিরবো অনেক ভালোবাসা নিয়ে আবার ফিরে আসবো তোমার কাছে থাকবো সারাজীবন তোমার পাশে পাশে।
ভালবাসলে বিয়ে করবাে। রাগ করলে কিস করবাে। কাছে থাকলে আদর করবাে। দূরে থাকলে মিস করবাে।
Bangla Kobita For Love
তোমার সঙ্গে দেখা হবে আজ না হয় কাল, তুমি আমার সঙ্গী হবে থাকবে চিরকাল।
তুমি আমার ভালবাসা,আমি তোমার জান। ভালবাসার ফুল দিয়ে,লিখবো তোমার নাম। তুমি আমার ময়না পাখি,আমি তোমার টিয়া। তোমায় আমি রাখবো বুকে, ভালবাসা দিয়া।
নদীর বুকের ঢেউ যে তুমি নৌকা হব আমি। তোমার আমার ভালোবাসা হীরের চেয়েও দামী।
আমার এই মনে তোমার ছবি আঁকবো সারা জীবন এক সাথে পাশে পাশে থাকবো দূরে কোথাও চলে গেলে বুকে টেনে রাখবো।
ভালোবাসা এমন একটা জিনিস যা ভাবলে শেষ হয়না, আর না ভাবলে ঘুম হয়না। প্রিয়জন কাছে থাকলে বুঝা যায়না, আর দূরে গেলে মন মানে না।
আমার চোখে জল, আর তোমার ঠোটে হাসি। তারপরেও আমি তোমাকেই ভালবাসি।
বন্ধু আমি চাইনা, তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখ, দিও আমার ডাক, তোমার মুখে কান্না নয়, দেখতে চাই হাঁসি? মনে রেখো বন্ধু তোমায়, অনেক ভালোবাসি!
তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে। তুমি যদি পর ভাবাে আপন ভাববে কে। তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে। তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে।